সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট জেলার গোয়াইনঘাটে গৃহবন্দী, কর্মহীন, অসহায়, নিম্ন আয়ের মানুষজন ও তাদের পরিবারের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী ৭ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
সম্প্রতি উপজেলার ১নং রস্তুমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে বুধবার করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগে এ সকল সহায়তা প্রদান করা হয়।
করোনা মহামারিতে আর্থিক সহায়তা বা ত্রাণ নিয়ে দলমত নির্বিশেষে সকলকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী৷
তিনি বলেন, ‘করোনা ভাইরাস বিস্তার রোধে পুরো দেশে লকডাউন পরিস্থিতি চলছ। দোকানপাট, রাস্তাঘাট, গণপরিবহণ সব কিছুই বন্ধ। শ্রমিক, দিনমজুর ও গরীব মানুষের কাজের কোন উৎস চালু নেই। করোনা আতঙ্কে কার্যত: মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন।
এই পরিস্থিতিতে রুজি-রোজগার করতে না পারায় খেটে খাওয়া দিন মজুররা খাদ্য সংকটে অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তাই করোনায় সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে খাদ্যদ্রব্য, নগদ অর্থসহ জরুরি ত্রাণসামগ্রী নিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাসের দুর্যোগপূর্ণ বিদ্যমান পরিস্থিতিতে ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।’
বিতরণকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমান, সদস্য জসিমউদ্দিন, জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির আহবায়ক ওসমান গনি মেম্বার, সদস্য মনির উদ্দিন, এম এ হক, আ. শহীদ, ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহাবুদ্দীন শিহাব, ইউনুস আলী, আ. নুর সরকার, মজম্মিল আলী, আ. ছালাম, জালাল মেম্বার, হাজী বিলাল, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন, আ. মান্নান, আ. কাদির সুমন, আলীম উদ্দিন দুর্জয়, মাহবুব সাজু, রেজোয়ান আহমেদ রাজু, নাসির উদ্দিন, জাহাঙ্গীর, ফারুক আহমেদ, আবু বক্কর সিদ্দিকী, সদরুল ইসলাম, শিব্বির আহমেদ, আকরাম, আ. মালিক, আনোয়ার, আহসান, শফিক, তাজ উদ্দিন, মৌরস, ছালাম প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd