সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের নয়াসড়ক মাদ্রাসার মুহাদ্দিছ সদ্য প্রয়াত মাওলানা হোসাইন আহমেদ’র স্বজনদের সমবেদনা জানাতে চিকনাগুলস্থ তার বাড়িতে ছুটে গেলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। পুলিশ সুপার মরহুম এর স্বজনদের সান্ত্বনা দেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপুর বাজার মাদ্রাসার সাইকুল হাদিস মুফতি মাওলানা মোহাম্মদ ইউসুফ শ্যামপুরী, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান, কানাইঘাট সার্কেল মো. আবদুল করিম, জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক প্রমুখ।
উল্লেখ্য, মাওলানা হুসাইন আহমেদ সোমবার (২০ এপ্রিল) অপরাহ্ণে সিলেট শহরে মৃত্যু বরন করেন। তিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন। উনার মৃত্যুর পর জৈন্তাপুর সহ আশপাশ এলাকার ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। হাজার হাজার মানুষ উনার জানাযায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। পুলিশের নিকট এরকম আগাম তথ্য আসার সাথে সাথে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র তৎপরতায় তা হয়ে উঠেন। তিনি জেলা প্রশাসক সহ সশস্ত্র বাহিনীর প্রতিনিধি গনের সাথে যোগাযোগ করেন।
পাশাপাশি মৃতের ছেলে হাফিজ মাওলানা মাসরুর আহমদ সহ স্থানী আলেম সমাজের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধি গনের সাথে আলাপ করে স্বল্প সংখ্যক মুসল্লিদের উপস্থিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে জানাযার নামায ও দাফন কার্য সম্পাদনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপারের অনুরোধে মৃতের পরিবার সহ স্থানীয় আলেম ওলামাগন সাঁড়া দিয়ে জানাযায় অধিক সমাগম ঠেকাতে মাগরিবের নামাজের পূর্বেই মৃতের পরিবারের সদস্য এবং স্থানীয় কিছু মুসল্লিদের উপস্থিতে জানাযা সম্পন্ন করে হরিপুর মাদ্রাসার কবরস্থানে দাফন করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মো. লুৎফর রহমান জানান, করোনাভাইরাসের প্রেক্ষিতে পুলিশ সুপারের অনুরোধে সাঁড়া দিয়ে বৃহৎ জনসমাগম এড়িয়ে মাওলানা হুসাইন আহমদ’র জানাযা এবং দাফন সম্পন্ন করায় মরহুমের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে পুলিশ সুপার মহোদয় মরহুমের বাড়িতে সান্ত্বনা দিতে যান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd