কানাইঘাটে সুহাদা-মেহেদী পরিষদের পক্ষ থেকে সাংবাদিকদের পিপিই প্রদান

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

কানাইঘাটে সুহাদা-মেহেদী পরিষদের  পক্ষ থেকে সাংবাদিকদের পিপিই প্রদান

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট সুহাদা-মেহেদি স্মৃতি পরিষদের উদ্যোগে কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ২টায় উপজেলা পরিষদ কার্যালয়ে সুহাদা-মেহেদি স্মৃতি পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে পিপিই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রেসক্লাবের আজীবন সদস্য জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, ক্লাবের সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার জয়নাল আজাদ প্রমুখ।

Manual8 Ad Code

উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, এ মহা দুর্যোগের সময় জাতির বিবেক সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে দেশ ও জাতির পক্ষে অতন্দ্র প্রহরির মতো কাজ করে যাচ্ছেন। কানাইঘাটের প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা করোনাভাইরাস থেকে জনগণকে সচেতন করার জন্য প্রতিদিন মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, থানা পুলিশের পাশে দাঁড়িয়ে সরকারী নির্দেশনা বাস্তবায়নে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন। পাশাপাশি এই দুর্যোগ মুহুর্তে প্রেসক্লাবের সকল সদস্য অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবান ও প্রবাসী সংগঠনগুলোকে এগিয়ে আসার জন্য গণমাধ্যমে প্রতিনিয়ত সচেতনমূলক সংবাদ তুলে ধরছেন। যেহেতু করোনার আতংকের মধ্যে ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব রয়েছে। মস্তাক আহমদ পলাশ পিপিই সহ সুরক্ষা সামগ্রী সাংবাদিকদের মধ্যে বিতরণ করায় তিনি তাঁকে ধন্যবাদ জানান এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিকদের আরো পিপিই ও সুরক্ষা সামগ্রী দেয়ার আশ^াস প্রদান করেন।

Manual7 Ad Code

এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, স্থানীয় কর্মরত সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কানাইঘাটের মানুষের পাশে এই সংকট মুহুর্তে দাঁড়িয়ে করোনা থেকে জনগণকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের বিভিন্ন সময় উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী ও মস্তাক আহমদ পলাশ সহযোগিতার পাশাপাশি এই মুহুর্তে পলাশ কর্তৃক সাংবাদিকদের মধ্যে সুরক্ষা সামগ্রী প্রদান করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..