‘ঝুঁকি নিয়ে পুলিশ মানুষের পাশে আছে এবং থাকবে’

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

‘ঝুঁকি নিয়ে পুলিশ মানুষের পাশে আছে এবং থাকবে’

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : করোনাবাইরাতের প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকি সত্ত্বেও পুলিশ সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। একই সঙ্গে নিজস্ব উদ্যোগে ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়াসহ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কাজ করছে পুলিশের প্রতিটি সদস্য।

Manual5 Ad Code

শনিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ কথা বলেন এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা।

এআইজি বলেন, ‘সাধারণ মানুষের সুরক্ষায় নানান ইনোভেটিভ ওয়েতে লকডাউন বাস্তবায়নে মানুষের পাশে দাঁড়াচ্ছে পুলিশের সদস্যরা। নিজস্ব উদ্যোগে ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। একইভাবে আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের সুরক্ষায় কাজ করছে। তাদের যাতায়াতের পুলিশের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। সেই সঙ্গে তাদের বাসা-বাড়িতে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করছি।’

‘তাছাড়া সাধারণ মানুষের চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য পুলিশ সদস্যরা কাজ করছেন। অনেক সময় করোনায় কেউ মারা গেলে মৃতদেহ ফেলে নিকটাত্মীয়রা দূরে সরে যাচ্ছেন। তখনও জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ মরদেহ সৎকার-দাফনের ব্যবস্থা করছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পুলিশের প্রতিটি সদস্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে।’

Manual2 Ad Code

দেশে প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে। এছাড়া নতুন করে আরও ৩১২ জনের শরীরে প্রাণসংহারি ভাইরাসটি সংক্রমিত হওয়ায় আক্রান্ত বেড়ে হয়েছে ২৪৫৬ জন।

Manual5 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..