শ্রীমঙ্গলে কালো বাজারে চাল বিক্রি, আটক ২

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

শ্রীমঙ্গলে কালো বাজারে চাল বিক্রি, আটক ২

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারের খাদ্য বন্ধব কর্মসুচির আওতায় ১০ টাকা মূল্যের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে হুদারপাহাড় এলাকা থেকে আশিক মিয়াকে গ্রেপ্তার এবং বুধবার দুপুরে ভৈরম বাজার থেকে ইসলাম মিয়া নামের অপর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত দুজনেই কালাপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।  আটককৃত আশিক ওই ইউনিয়নের ভৈরববাজার সংলগ্ন হুদারপাহাড় গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার দাদন ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং ইসলাম মিয়া মাজদিহী এলাকার বাসিন্দা।

Manual8 Ad Code

এ সময় পুলিশ দিনভর অভিযান চালিয়ে তাদের পাচারকৃত ৫ বস্তা চাল স্থানীয় ভৈরববাজারের কলা ব্যবসায়ী হেকিম খা, সিএনজি চালক শান্ত রঞ্জন দাশ ও আটক আশিক মিয়ার বাসা থেকে উদ্ধার করে। এ ব্যাপারে কলা ব্যবসায়ী হেকিম খা জানান, তিনি পুলিশের হাতে আটক আশিক মিয়ার কাছ থেকে মঙ্গলবার ১৫শ’ টাকায় দুই বস্তা চাল ক্রয় করেন।

Manual5 Ad Code

স্থানীয় পুলিশ সূত্রে জানায়, স্থানীয় আশিকের বাড়িতে ১০ টাকা কেজি সরকারি চাল মজুদ করে রাখা ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার সময় আশিকের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, খাদ্য অধিদপ্তরের চাল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ইতোমধ্যে আশিককে গ্রেপ্তার এবং ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ সময় ৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয় এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..