দোয়ারাবাজারে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

দোয়ারাবাজারে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরো ৫ জন আহত হয়েছেন। নিহতের নাম মো. জাকির হোসেন (২৭)। তিনি বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে। তাৎক্ষনিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। আটককৃত ব্যাক্তি একই গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে মোঃ গয়াস মিয়া।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেন।

Manual6 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে নিহত জাকির হোসেনের সাথে প্রতিপক্ষ এবং আটককৃত গয়াস মিয়ার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় দাড়াঁলো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে একজন ঘটনাস্থলেই নিহত এবং অপর আরো ৫ জন আহত হন।

Manual5 Ad Code

এ ব্যাপারে দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে এবং এলাকার পরিস্থিতি এখন শান্ত বলেও তিনি জানান।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..