কানাইঘাটে করোনা সন্দেহে আইসোলেশনে একজন, বাড়ি ‘লকডাউন’

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

কানাইঘাটে করোনা সন্দেহে আইসোলেশনে একজন, বাড়ি ‘লকডাউন’

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

Manual3 Ad Code

এই ঘটনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পৌরসভার বায়মপুর গ্রামে ঐ ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান জানিয়েছেন, পৌরসভার বায়মপুর গ্রামের বাসিন্দা ঐ ব্যক্তির বাড়ি লকডাউন করার জন্য তিনি থানা পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে নির্দেশ দিয়েছেন।

থানার এস.আই স্বপন চন্দ্র সরকার জানিয়েছেন আমরা ঐ ব্যক্তির বাড়ি লকডাউনের প্রস্তুতি নিচ্ছি। তার সান্নিধ্যে যারা এসেছেন তাদেরকে শনাক্ত করে কোয়ারেন্টাইনে রাখার জন্য কাজ করছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তখন ঐ ব্যক্তির শরীরে করোনাভাইরাস থাকার লক্ষণ পরিলক্ষিত হলে তাকে দ্রুত হাসপাতালের আইসোলেশনে ভর্তি করি এবং তার নমুনা সংগ্রহ করে সিওমেক হাসপাতালে পাঠাই। তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ রয়েছে কি না রিপোর্ট আসার পর জানা যাবে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..