সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত, জেলা লকডাউন

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত, জেলা লকডাউন

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে লকডাউন ঘোষণা করা হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও সুরক্ষার প্রয়োজনে জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Manual2 Ad Code

এর আগে গত শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এক নারীর নমুনা পরীক্ষা হয়। তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে বিকেল চারটায় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সুনামগঞ্জ জেলা কমিটি বৈঠকে বসে। এরপরই লকডাউনের সিদ্ধান্ত হয়।

Manual1 Ad Code

প্রসঙ্গত, গতকাল শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেট জেলাকেও লকডাউন ঘোষণা করা করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..