সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলাধীন এগারো থানার খাদ্য সঙ্কটে থাকা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পুলিশের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অনেকেই খাদ্য সঙ্কটে পড়ে আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা সাধ্যমত আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। আমাদের সিলেট জেলার এগারো থানার আওতাধীন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত কোন পরিবার যদি খাদ্য সঙ্কটে পড়েন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যাচাই পূর্বক তাদের পাশে থাকার চেষ্টা করব।
০১৭৬৯-৬৯২ ৯৭৮ এই নাম্বারে অথবা ফেসবুকের মেসেঞ্জারে কেউ যোগাযোগ করলে এই খাদ্য সহায়তা বাড়িতে পাঠানো হবে, জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd