ছাতকে করোনা সংক্রমন রোধে পুলিশের প্রচারণা অব্যাহত

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

ছাতকে করোনা সংক্রমন রোধে পুলিশের প্রচারণা অব্যাহত

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধি :: ছাতকে মরনব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনা বাড়াতে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। প্রতিদিনের ন্যায় রোববার সকাল থেকে দিনব্যাপী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমানের নেতৃত্বে উপজেলার কৈতক পয়েন্ট, ইসলামগঞ্জ বাজার খাঁসগাও, শান্তিগঞ্জ বাজার কামারগাঁও, সিরাজগঞ্জ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারণা চালানো হয়।

এসময় এএসআই বাচ্চু মিয়া, এএসাই আব্দুল মান্নানসহ অন্যরা সাথে ছিলেন। প্রচার মাইকিংয়ে অযথা বাইরে ঘোরাঘুরি, আড্ডা দেয়া, নিত্যপ্রয়োজনীয় দোকানে ভিড় না জমানোসহ বিকেল ৫টার মধ্যে ফার্মেসী ব্যতীত সবধরনের দোকানপাট বন্ধের কথা জানানো হয়।

Manual8 Ad Code

এব্যপারে তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমান জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে বিভিন্ন দেশে দিনদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বিশ্বের অন্যান্য আক্রান্ত দেশগুলোর মতো দিনদিন বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে।

Manual7 Ad Code

যার ফলে সরকারের পক্ষ থেকে সারাদেশে নেওয়া হয়েছে প্রতিরোধমূলক ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নির্দেশনা অনুযায়ী ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সচেতন ও সতর্ক করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..