করোনা লকডাউনে মাদক পাচার: জকিগঞ্জে পুলিশের অভিযানে ৮শ’ পিছ ইয়াবা উদ্ধার, আটক ১

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

করোনা লকডাউনে মাদক পাচার: জকিগঞ্জে পুলিশের অভিযানে ৮শ’ পিছ ইয়াবা উদ্ধার, আটক ১

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার :: সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশের কর্মব্যস্থতা বেড়ে যাওয়ার সুযোগে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ভারত হতে এনে মজুদ করতে পারে।

পুলিশের নিকট এমন গোয়েন্দা তথ্য আসলে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জেলার সকল সীমান্তবর্তী থানার অফিসার ইনচার্জকে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশনার প্রেক্ষিতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এর তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১২ এপ্রিল বিকাল ০৪.৩০ ঘটিকায় জকিগঞ্জ থানাধীন লাফনাকোনা গ্রামের মদিনানগর জামে মসজিদের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

Manual2 Ad Code

এ সময় পুলিশ মোঃ সাবিল আহমদ(৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে তার হেফাজতে থাকা ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে জকিগঞ্জ থানার পূর্ব লাফনাকোনা গ্রামের ছকিন আলীর পুত্র। ঘটনা সংক্রান্তে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীণ।

Manual4 Ad Code

সিলেট জেলার পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশের কার্যক্রম সর্ব মহলে প্রশংসিত। এ সুযোগে দেশে যাতে মাদকের অবাধ বিস্তার না ঘটে সে লক্ষ্যে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হবে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..