সিলেটে আরো ৪৭ ব্যক্তি করোনাভাইরাস মূক্ত: একজনের ‘কনফিউশন’

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

সিলেটে আরো ৪৭ ব্যক্তি করোনাভাইরাস মূক্ত: একজনের ‘কনফিউশন’

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের আরো ৪৭ ব্যক্তি আপাতত করোনাভাইরাস থেকে বেঁচে গেছেন। সন্দেহভাজন এসব ব্যক্তিদের শরীরের প্রয়োজনীয় নমুনা পরীক্ষা করে তাদের শরীরে ভাইরাস পাননি ওসমানীর ল্যাবের দায়িত্বশীলরা। তবে আরেক ব্যক্তির নমুনা পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে ‘কনফিউশন’। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এমন তথ্য জানিয়েছেন।

Manual6 Ad Code

তিনি জানান, গতকাল শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে (পরীক্ষাগার) সিলেট বিভাগের ৪৮ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনই করোনা নেগেটিভ হন। তাদের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তবে একজনের পরীক্ষা নিয়ে কনফিউশন (বিভ্রান্তি) দেখা দিয়েছে।

হিমাংশু লাল রায় জানান, যে ব্যক্তির নমুনা পরীক্ষা নিয়ে কনফিউশন দেখা দিয়েছে, তিনি সিলেট জেলার। তার নমুনা আবার পরীক্ষা করা হবে।

এর আগে, গত মঙ্গলবার থেকে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনার পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে ৯৪টি, দ্বিতীয় দিনে ২৪টি এবং তৃতীয় দিনে ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। কোনোটিতেই করোনা ধরা পড়েনি।

Manual3 Ad Code

এদিকে, গতকাল শুক্রবার পর্যন্ত ওসমানীর ল্যাবে ৪৩৭টি নমুনা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

Manual3 Ad Code

তিনি জানান, আজ শনিবার আরো কিছু নমুনা ল্যাবে দেওয়া হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..