করোনা: গোয়াইনঘাটে প্রশাসনের সর্তকতা, ঘরে থাকুন-ঘরে ইবাদত করুন

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

করোনা: গোয়াইনঘাটে প্রশাসনের সর্তকতা, ঘরে থাকুন-ঘরে ইবাদত করুন

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: পবিত্র শবে বরাতে জনসমাগম এড়াতে গোয়ইনঘাট উপজেলা প্রশাসনের সর্তকতা। আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে শবে বরাত। বিশ্বের বিভিন্ন স্থানের ইসলাম ধর্মাবলম্বীরা ইবাদতের মাধ্যমে শবে বরাত রাত পালন করেন। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে ভিন্নভাবে পালন হবে মুসলিমদের পবিত্র এ রাত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুরু থেকেই নির্দেশ দেয়া হয়েছে যেকোনো বড় জনসমাগম এড়িয়ে চলার। এমনকি জরুরি কাজ ছাড়া বাসার বাইরে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে জনগণকে। ধর্মপ্রাণ মুসল্লিদেরকেও বাসায় থেকে নামাজ পড়ার অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। পবিত্র শবে বরাত ঘরে বসে নিজের মতো করে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ এপ্রিল রবিবার গণভবনে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। শবে বরাতে সকলে ঘরে বসে দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, দোয়া করুন যেন মহান আল্লাহ আমাদের বরাত ভালো রাখেন। দেশের মানুষ যেন এগিয়ে যেতে পারে। এ মহামারি থেকে যেন বিশ্ববাসী রক্ষা পায়।

শবে বরাত মুসলমানদের আমল করার একটি বিশেষ দিন। ভারতীয় উপমহাদেশে এ দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়। শবে বরাত একটি ধর্মীয় রীতি হিসেবে চালু রয়েছে। একইরকম ব্যপক আয়োজনে প্রতি বছর এটি পালন করতেই হবে, এমন কোনো নিয়ম নেই। জুমার নামাজ তার চেয়ে অনেক বেশি জরুরি। কিন্তু সেই নামাজও এখন প্রতীকী রূপে পালন করা হচ্ছে বিশ্বের দেশে দেশে। মসজিদের প্রধান আর তার সঙ্গে চারজন নামাজে অংশ নিচ্ছেন। সকলকে বলা হচ্ছে বাড়িতে বসে নামাজ পড়তে। মনে রাখতে হবে, গোটা বিশ্বে মহামারি শুরু হয়েছে। তার জন্য সামাজিক দূরত্ব তৈরি করা খুবই জরুরি। এবার আমাদের দেশেও শবে বরাতে ঘরোয়া আয়োজনে পালিত হবে। এ সংকটের সময় মসজিদে যেয়ে নামাজ আদায় ও নফল ইবাদত রুখসতের বা সীমিত উপস্থিতির সিদ্ধান্ত সময়োপযোগী বলেও আলেমগণ মনে করেন।

সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন মানুষকে সতর্ক করতে কঠোর ব্যবস্থ ব্যবস্থা গ্রহন করেছে। বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলা প্রতিটি ইউনিয়নের সকল গ্রামে গ্রামে মসজিদের ইমাম ও মসল্লিদের সতর্ক করার পাশাপাশি ঘরে ইবাদত করার অনুরোধ করা হয়েছে।

Manual3 Ad Code

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব করোনা ভাইরাস পরিস্থিতিতে পবিত্র শবে বরাতে জনসমাগম এড়াতে নিজ নিজ বাসস্থানে দোয়া ও নামাজ আদায় করার আহ্বান জানান।

Manual1 Ad Code

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, পবিত্র শবে বরাতে জনসমাগম না করে ঘরে বসে ইবাদত করার আহ্বান জানান তিনি। জনসমাগম এড়াতে উপজেলার প্রতিটি মসজিদের ইমাম ও মসল্লিদের সতর্ক করা হয়েছে। গোয়াইনঘাটবাসীর প্রতি ওসির একটাই অনুরোধ আপনারা ঘরে বসে ইবাদত করুন।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..