করোনা সর্তকতায় শবে বরাতে দুদিন বন্ধ থাকবে শাহজালাল মাজার

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

করোনা সর্তকতায় শবে বরাতে দুদিন বন্ধ থাকবে শাহজালাল মাজার

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পবিত্র শবে বরাতে জনসমাগম এড়াতে আগামী বৃহস্পতি ও শুক্রবার (৯ ও ১০ এপ্রিল) সিলেটের হযরত শাহজালাল (র.) এর দরগাহ বন্ধ থাকবে। এই সময়ে কেউ দরগাহ এলাকায় প্রবেশ বা জিয়ারত করতে পারবেন না। দরগাহ মসজিদে বাইরের কেউ নামাজও আদায় করতে পারেবন না।

Manual1 Ad Code

এমন তথ্য জানিয়ে দরগাহে হজরত শাহজালাল (রহ.) মাজারের খাদেম সামুন মাহমুদ খান বলেন, আমরা ইতোমধ্যে দুদিনের বন্ধ ঘোষণা করে মাজারের ফটকগুলোতে ব্যানার টানিয়ে দিয়েছি। এ্ই দুদিন কেউ মাজার এলাকায় প্রবেশ করতে পারবেন না। শুক্রবার জুমার নামাজের সময়ও বাইরের মুসল্লীরা দরগাহ মসজিদে নামাজ আদায় করতে পারবেন না।

Manual1 Ad Code

তিনি বলেন, মূলত শবে বরাতের ভিড় এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি শবে বরাতের রাতে শাহজালাল (র.) লাখো মানুষ জিয়ারতে আসেন। এবার করোনাভাইরাস সংক্রমনের প্রেক্ষিতে এভাবে লোকজন জড়ো হওয়া খুব ঝুঁকিপূর্ণ। তাই আমরা মাজার দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেছি।

Manual1 Ad Code

বাইরের মুসল্লীদের মসজিদে নামাজ আদায় বন্ধের প্রসঙ্গ টেনে সামুন মাহমুদ বলেন, আমাকে আজকেও কয়েকজন প্রশ্ন করেছেন, ‘আজানের সময় নামাজ আদায়ে মসজিদে আসার আহ্বান জানানো হচ্ছে। কিন্তু মসজিদে আসতে দেওয়া হচ্ছে না। মসজিদের ফটক বন্ধ করে দেওয়া হচ্ছে। এটি পরষ্পরবিরোধী আচরণ হয়ে যাচ্ছে।’

আমি তাদের কোনো জবাব দিতে পারিনি। বিষয়টি আমি সিলেটের জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি ইসলামি স্কলারদের সাথে আলোচনা করে হয়তো এর একটা জবাব বের করতে পারবেন।- যুক্ত করেন সামুন।

Manual8 Ad Code

প্রসঙ্গত, ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..