সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: করোনাভাইরাস সতর্কতা ও প্রতিরোধে অযথা বাইরে বের না হওয়া ও বিকেল পাঁচ টার পর ফার্মেসী ব্যতীত সকল প্রকার হাট, বাজার, দোকান-পাট বন্ধ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হয়েছে। সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশনা অনুযায়ী প্রতিদিনের ন্যায় রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদের নেতৃত্বে সকল পুলিশ সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতনতা ও জনসমাগম কমানোর লক্ষ্যে পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, লেঙ্গুড়া, রুস্তুমপুর, তোয়াকুল, নন্দিরগাও, আলীরগাও, ফতেহপুর, ডৌবাড়ীসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। সেই সাথে বিকাল পাঁচ টার পর উপজেলার সকল বাজারের দোকান-পাট বন্ধ করে দেওয়া হয়।
দিনের আলোতে গ্রাম-গঞ্জের মানুষকে সচেতন করার পাশাপাশি বিকাল হলেই দোকান-পাট বন্ধ করে দিচ্ছে থানা পুলিশ। রাত হলেও আরামের ঘুমকে হারাম করে উপজেলার সকল হাট, বাজার গুলোতে মানুষের মালামালের নিরাপত্তা দিচ্ছে পুলিশ। শুধু তাই নয় করোনাভাইরাসের কারণে সকল প্রকার ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় বৃদ্ধি পয়েছে গরু চোরদের তৎপরতা। যার ফলে উপজেলার সকল গ্রামের মুঠোপথ গুলোতে গিয়ে ডিউটি করতে হয় পুলিশকে।
গতকাল শনিবার দিনব্যাপি সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা ও অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, ‘করোনাভাইরাস সতর্কতায় আমরা প্রতিদিন উপজেলার সকল বাজারে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আবার বিকেল পাঁচটার মধ্যে ফার্মেসি ছাড়া যেসকল দোকান খোলা থাকে সেই সকল দোকান বন্ধ করে দিচ্ছি।
তিনি আরও বলেন, করোনাভাইরাস রোধে প্রথম থেকেই আমরা প্রচারণা করছি। সেজন্য আমরা চেষ্টা করেছি প্রতিদিন মানুষকে বুঝিয়ে ঘরে ফেরাতে। তবে বেশিরভাগ মানুষ আমাদের আহবানে সাড়া দিয়েছেন। এজন্য আমাদের একটাই অনুরোধ হচ্ছে আপনারা ঘরে থাকুন এবং পরিষ্কার পরিছন্ন থাকুন। সরকারি নির্দেশনা মেনে চলুন’।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd