সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় স্বামীর সাথে ঝগড়া করে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। আমেরিকা প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখেই তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। আজ রবিবার দুপুরে জিন্দাবাজারের কাজী ইলিয়াস গলিতে পলাশী-৩৮/১নং বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম লুবনা বেগম (২৩)। তার স্বামী তৌহিদ আহমদ নিপু আমেরিকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে স্বামীর সাথে ভিডিওকলে কথা বলছিলেন লুবনা। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই সময় রাগের মাথায় লুবনা গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। বাসার অন্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নগরীর কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা বলেন, ‘স্বামী নিপুর সাথে ভিডিওকলে ছিলেন লুবনা। তখন তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আত্মহত্যা করেন লুবনা। আমরা তার ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd