অপ্রয়োজনে ঘরের বাইরে পুলিশ-সেনা দেখলেই দৌড়: কঠোর অবস্থানে ছাতক উপজেলা প্রসাশন

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

অপ্রয়োজনে ঘরের বাইরে পুলিশ-সেনা দেখলেই দৌড়: কঠোর অবস্থানে ছাতক উপজেলা প্রসাশন

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধি :: বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাস ঠেকাতে সরকারের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে অপ্রয়োজনে ঘরের বাইরে ঘুরছে মানুষ। চায়ের দোকানে জমছে আড্ডা। কেউ কেউ আবার ব্যবসা প্রতিষ্ঠানও খুলছেন। সেই সাথে সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে।

Manual2 Ad Code

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সিলেট-সুনামগঞ্জ সড়কে এমন চিত্র এখন প্রতিদিনের। বাজারগুলোতেও স্বাভাবিক সময়ের মতো মানুষের জটলা লেগে আছে। এতে ঝুঁকি বাড়ছে ভাইরাস সংক্রমণের। কিন্তু আইনশৃংখলা বাহিনীর তৎপরতায়ও মানুষের বিচরণ কমছে না।

Manual6 Ad Code

এলাকার লোকজন সরকারের নির্দেশনা মেনে প্রথম দিকে তেমন একটা ঘরের বাইরে যায়নি। নিত্যপণ্য ছাড়া বন্ধ ছিল সব ব্যবসা প্রতিষ্ঠান। রাস্তায় যানবাহন ছিল না। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই ঘর ছেড়ে বেরিয়ে এসেছে মানুষ। পুলিশ-সেনাবাহিনী দেখলেই নামছে দোকানের সাটার, দৌড়ে আশপাশে লুকিয়ে থাকছেন সবাই। আইনশৃংখলা বাহিনী ফিরে যাওয়ার পর ফের রাস্তায় নামছে মানুষ।

ছাতকে সচেতন মহল বলছেন, সরকারি নিদের্শনা অমান্য করে, আইনশৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে ‘তামাশা’ করা লোকদের আইনের আওতায় নেয়া উচিত। দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নিলে দিতে হবে চরম মূল্য।

Manual5 Ad Code

ছাতক থানার এস আই হাবিবুর রহমান পিপিএম বলেন, ‘রাস্তায় বের হওয়ায় ইতোমধ্যে যানবাহনসহ সকলশ্রেনীর মানুষদের সবিনয় অনুরোধ করেছেন বিনা প্রয়োজনে ঘরে বাইরে বের হবে না । দেশ ও মানুষের স্বার্থে আরও কঠোর অবস্থানে যাব আমরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির বলেন, এ কয়েক দিন মানুষকে সচেতন করতে একযোগে কাজ করেছি আমরা। তবুও ঘরে ফিরছে না কিছু মানুষ। এখন অপ্রয়োজনে ঘোরাফেরা করলেই শাস্তি ও জরিমানা করব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..