হটলাইন নম্বরে ফোন, নারীর কণ্ঠ শুনে মজা করতে গিয়ে কোয়ারেন্টিনে যুবক

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

হটলাইন নম্বরে ফোন, নারীর কণ্ঠ শুনে মজা করতে গিয়ে কোয়ারেন্টিনে যুবক

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : দেশে সম্ভাব্য করোনাভাইরাস সংক্রমণ ও উপসর্গ আছে এমন ব্যক্তিদের তথ্য এবং সেবাপ্রদান নিশ্চিত করতে আইইিডিসিআর কিছু হটলাইন নম্বর দিয়েছে। সেই নম্বরে মজা করতে গিয়ে হোম কোয়ারেন্টিন দেওয়া হয়েছে এক যুবককে।

Manual1 Ad Code

গত বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের বড়হাটি গ্রামে ঘটনাটি ঘটেছে।

Manual5 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলামের ছেলে আবুল খায়ের উজ্জল (৩০) নামের এক যুবক আইইডিসিআরের হটলাইনে ফোন করে নারীর কণ্ঠ শুনতে পান। হটলাইনে নারীর সঙ্গে কথা দীর্ঘ করতে ও মজা করতে শরীর ব্যাথা, সর্দি-জ্বরের কথা জানান ওই যুবক।

হটলাইনে কথা বলা ওই নারী উজ্জলের নাম, ঠিকানা জেনে তার শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে স্থানীয় প্রশাসনকে জানান। আইইডিসিআরের নির্দেশনা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্না, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পুলিশ নিয়ে ওই যুবকের বাড়িতে হাজির হন। সঙ্গে সঙ্গে যুবককে ১৫ দিনের হোম কোয়ারেন্টিন দিয়ে বাড়িতে স্টিকার লাগানো হয়। এ ঘটনায় পরিবারটির সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছে প্রতিবেশীরা।

Manual8 Ad Code

মজা করতে গিয়ে সাজা ভোগ করার কথা স্বীকার করেছেন কোয়ারেন্টিনে থাকা যুবক উজ্জল। তিনি জানান, হটলাইনে ফোন দিলে এত দ্রুত ব্যবস্থা হয় তা তার জানা ছিল না।

Manual1 Ad Code

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ালে উপজেলাজুড়ে আতঙ্ক তৈরি হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘উজ্জল স্থানীয় হাসপাতালে যোগাযোগ না করেই আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেছেন। এখন আমরা ঊর্ধ্বতনের নির্দেশে উজ্জল ও তার পরিবারের সকল সদস্যের করোনা সম্পর্কীয় সকল পরীক্ষার ব্যবস্থা নিচ্ছি।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..