জগন্নাথপুরে মাজারের ঘর ভাঙা নিয়ে উত্তেজনা

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

জগন্নাথপুরে মাজারের ঘর ভাঙা নিয়ে উত্তেজনা

Manual6 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মাজারের ঘর ভাঙা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামে।

Manual5 Ad Code

জানাগেছে, বিগত প্রায় ১৫০ বছর ধরে গ্রামের পাশে হাওরে শাহ গালিম (রা.) এর মাজার রয়েছে। মাজারের খাদেম ও কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে শাহ ইয়াওর মিয়া ও আছলম উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ১ এপ্রিল মাজারের পাকা ঘর ভেঙে ফেলা হয়। এ ঘটনায় মাজারের খাদেম দাবি করে আছলম উদ্দিন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Manual2 Ad Code

এ ব্যাপারে মাজারের খাদেম দাবি করে শাহ ইয়াওর মিয়া বলেন, আমরা যুগযুগ ধরে উক্ত মাজারের সেবা করে আসছি। মাজারের সম্পত্তি ওয়াকফ করা আছে। আইনগত ভাবে প্রশাসন আমি ও আবদুল আহাদকে যুগ্ম খাদেম নিযুক্ত করেন।

Manual3 Ad Code

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মাজারে নতুন ঘর ও মাদ্রাসা নির্মাণের জন্য পুরাতন ঘর ভেঙে ফেলা হয়েছে। তবে মাজারের আরেক খাদেম দাবি করে আছলম উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন ধরে খাদেমের দায়িত্ব পালন করছি। তারা জোর পূর্বক মাজারের ঘর ভেঙে দিয়েছেন। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি।

স্থানীয় ইউপি সদস্য ও পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহান আহমদ বলেন, মাজার উন্নয়নের স্বার্থে পুরাতন ঘর ভাঙা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আছলম উদ্দিনের অভিযোগ সঠিক নয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..