সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
নিজস্ব প্রতিনিধি :: ছবি দেখে মনে হচ্ছে যেন একজন মহান নেতা। বৃহস্পতিবার সকাল থেকে এসব ছবি ভাইরাল করে বেশ প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাট উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। তবে বিকেল থেকেই এসব ছবি নিয়ে উপজেলা জুড়ে সমালোচনায় পড়েছেন ভাইস-চেয়ারম্যান কয়েছ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েছের ভাইরাল করা ত্রাণের ছবির আসল কাহিনী বেরিয়ে এসেছে।
জানা যায়, বিশিষ্ট শিল্পপতি সৌদি আরব প্রবাসী মাওলানা বিলাল উদ্দিন তার আত্মীয় স্বজনদের জন্য কিছু প্রয়োজনীয় খাবার বিতরণ করেন। তাঁর আপন বড় ভাই হাজী রফিক আহমদের মাধ্যমে এই খাদ্যসামগ্রী বৃহস্পতিবার সকালে আত্মীয় ও পাড়া প্রতিবেশীদের দিতে বলেন। ছবিতে হাজী রফিককে একটু দূর দেখা যাচ্ছে। কারণ উনি তো ছবি উঠাতে আসেন নি। তিনি নিজ দায়িত্ব আদায় করছিলেন। কোথাও থেকে হঠাৎ করে উপজেলা ভাইস-চেয়ারম্যান এসে এসব খাদ্যের ব্যাগ নিজ কাঁদে তুলে সঙ্গীদেরকে ছবি উঠাতে বলেন।
সেই ছবি দিয়ে সঠিক তথ্য প্রকাশ না করে সিলেট ভিউসহ কয়েকটি পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে। যার শিরোনাম করা হয়েছে ‘গোয়াইনঘাটে ভাইস-চেয়ারম্যান কয়েছের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ’ এসকল তৈলবাজির সংবাদের জন্য গোয়াইনঘাটের সাংবাদিকতা মানুষের কাছে হাঁসির পাত্র হয়েছে।
এতে করে হাজী রফিক সহ উপস্থিত সকলে বেশ বিরক্ত হন। একটু পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ভাইরাল হয়। এতে করে ভাইস-চেয়ারম্যান বেশ প্রশংসায় ভাসেন। বিকেল হতে না হতেই এই ছবিগুলোই আবার হাসির পাত্র বানিয়ে দিল ভাইস-চেয়ারম্যান কয়েছকে। সচেতন মহলের দাবি যেসব ছবি ভাইরাল করে আলোচনায় এসেছেন ভাইস-চেয়ারম্যান কয়েছ।এসব ছবি গোয়াইনঘাট উপজেলাধীন পূর্ব জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের শিল্পপতি মাওলানা বিলাল উদ্দিনের বাড়ি। যিনি পুরো উপজেলার গরীব-অসহায় মানুষের জন্য সবসময় দান করে যান। তার বাড়ীতে ত্রাণ নিয়ে উপজেলা ভাইস-চেয়ারম্যান এটা একটা তামাশা মাত্র। এসব ছবি শিল্পপতি মাওলানা বিলাল উদ্দিনের ইমেজ বিনষ্ট করছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd