সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
সিলেট :: ‘হোম কোয়ারেন্টিন’ থেকে বের হয়েই গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। ৩১ মার্চ মঙ্গলবার নিজ বাসায় এসব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। পর্যায়ক্রমে প্রায় ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন তিনি।
এসময় তিনি জানান, দেশের এই কঠিন সময়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর এবং গরিব-অসহায় লোকজন। তিনি বলেন, আসুন দেশের এই কঠিন সময়ে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই। সামান্য একটু সহযোগিতা এনে দিতে পারে অসহায় মানুষের মুখে হাসি। তাই সমাজের বিত্তশালীদের অসহায়দের সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানান। গরিব-অসহায়দের প্রতি কামরানের এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd