সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে হোম কোয়ারেন্টিন না মানায় এক বিদেশ ফেরত যুবককে জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদলত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট শবনম শারমিন এ অভিযান পরিচালনা করে তাকে ৫হাজার টাকা জরিমানা প্রদান করেন।
জানা যায়, উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশিম খর্দ্দাপাড়া গ্রামের এক যুবক ভারত থেকে ভ্রমণ করে এসে অবাধে চলাফেরা করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।
এদিকে একই দিনে করোনা সংক্রমণ রোধে উপজেলার গোলাপগঞ্জ, ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর, মীরগঞ্জ, হেতিমগঞ্জ, কোনাচর সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন। এসময় কোনাচর বাজারে মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকানকে ৫হাজার টাকা জরিমানা প্রদান করেন। এসব অভিযানে সেনাবাহিনীর একটি দল তাকে সহযোগিতা করে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন বলেন, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মাঠে রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd