করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও প্রচার করার অপরাধে ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুয়া তথ্য প্রচারের অভিযোগে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে সোমবার রাতে ঈশ্বরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুর ইসলাম বাদী হয়ে মামলা করেন।

Manual6 Ad Code

এর আগে রোববার (২৯ মার্চ) দুপুরে সালামের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার মশুড়িয়া পাড়া এলাকার আব্দুল করিম মোল্লার ছেলে। তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন।

Manual5 Ad Code

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, সম্প্রতি ফেসবুক ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে সালাম মোল্লা নামে এক ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত রাশিয়ার নাগরিদের উদ্দেশ্য করে কিছু মিথ্যা তথ্য দেন। রাশিয়ানদের কারণে অনেক লোক ঝুঁকিতে এবং এসব তথ্য গোপন করা হচ্ছে বলে মিথ্যা তথ্য দেন তিনি। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিস্থিতিতে সাধারণ জনগণের জীবন ও স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ অবস্থায় রাশিয়ার সব পারমাণবিক প্রকল্পে বাড়তি নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..