সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
সিলেট :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারাদেশের মতো সিলেটেও ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। এতে কিছুটা ভোগান্তি হলেও সামগ্রিক স্বার্থে তা মেনে নিতে হবে। তবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যদি ‘ভয়ংকর’ ভোগান্তির হয় তবে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার (১ মার্চ) দুপুরে নগরীর দক্ষিণ সুরমা সরকারি কলেজে আব্দুল জব্বার জলিল অডিটোরিয়াম উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উন্নয়ন প্রকল্পের কাজের মান তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগের উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, তদারকির নামে যাতে বাড়াবাড়ি না হয় সে বিষয়টিও খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি, শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের ব্যাপক পরিসরে কাজ করছেন। নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
এর আগে আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামের ফলক উন্মোচন ও ফানুস উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd