ছেলের পর না ফেরার দেশে মা, হাসপাতালে কাতরাচ্ছেন বাবা

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

ছেলের পর না ফেরার দেশে মা, হাসপাতালে কাতরাচ্ছেন বাবা

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডের পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু রুশদির মৃত্যুর তিন দিন পর তার মা জান্নাতুল ফেরদৌসীও (৩৮) না ফেরার দেশে চলে গেলেন। রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যান তিনি। গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের দিন একেএম রুশদি মারা যায়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হলো।

Manual6 Ad Code

এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ রুশদির বাবা শহিদুল কিরমানী রনির (৪৫) অবস্থাও গুরুতর। পোড়া শরীর নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তিনি। বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, জান্নাতের শরীরের ৯৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। দেহের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে এখনও হাসপাতালে রয়েছেন জান্নাতের স্বামী শহিদুল কিরমানী রনি ।

Manual4 Ad Code

শহীদুল কিরমানী রনি পুলিশ প্লাজায় ‘ভিআইভিপি এস্টেট ম্যানেজমেন্ট’ নামে একটি কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার। আর তার স্ত্রী জান্নাত বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্থ বিভাগে চাকরি করেন। তাদের বাড়ি নরসিংদীর শিবপুরের ইটনায়।

Manual8 Ad Code

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় দিলু রোডে ওই ভবনের গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর শিশু রুশদিসহ তিনজনের লাশ উদ্ধার করেছিল।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..