সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাটি ভর্তি ট্রাক্টর ইজিবাই (টমটম) গাড়িকে চাপা দেয়ার ঘটনায় ১ যাত্রী নিহত ও সাবেক ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান সহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মিনাল মিয়া (৪০)। তিনি উপজেলার নন্দিরগাঁও গ্রামের নবাব আলীর ছেলে। গুরুতর আহতরা হলেন কেশবপুর গ্রামের সাবেক ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান মাসুক মিয়া, সাচায়ানী গ্রামের আঞ্জব আলীর স্ত্রী সুফিয়া বেগম, একই গ্রামের রিয়াদ আলীর ছেলে হারুন মিয়া ও হেমেন্দ্র আচার্য্যরে ছেলে সম্পদ আচার্য্য।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের কেশবপুর গ্রাম এলাকায়।
স্থানীয়রা জানান, ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে একটি মাটি ভর্তি ট্রাক্টর ইজিবাইক গাড়িকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিনাল মিয়ার মৃত্যু হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd