মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এসপি ফরিদ উদ্দিন

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এসপি ফরিদ উদ্দিন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে। একটি সুন্দর স্বপ্নই তোমাকে পারে অভীষ্ট লক্ষ্যে পৌছে দিতে পারে। ২০৪১ সালে বাংলাদেশ যখন উন্নত সমৃদ্ধ দেশ হবে আগামীর এ বাংলাদেশকে গ্রহণ করতে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে। তরুণ প্রজন্ম যাতে মাদকের সাথে জড়াতে না পারে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।

মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন- একজন মাদকাসক্ত মানুষের জন্য পুরো পরিবারকে প্রায়শ্চিত্য ভোগ করতে হয়। তাই মাদকের সাথে জড়িয়ে নিজের এবং পরিবারের ধ্বংস ডেকে আনবেন না।

Manual1 Ad Code

শনিবার দুপুরে গোলাপগঞ্জের বাদেপাশায় কুশিয়ারা ডিগ্রি কলেজ মাঠে গোলাপগঞ্জ মডেল থানাধীন কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গীবিরোধী ও সম্প্রসারিত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকারের আমলে প্রত্যন্ত অঞ্চলে ব্যপক পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ পাকিস্তানকে অনেক আগেই উন্নয়নের বিভিন্ন মানদন্ডে পিছনে ফেলেছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ভারতের তুলনায়ও এগিয়ে যাচ্ছে। অনেকদিক থেকে বাংলাদেশ ইউরোপের অনেক দেশ থেকেও নিরাপদ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুরাদ উল্লাহ বাহারের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ সাদিদ।

বক্তব্য রাখেন বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুমিত হীরা, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ আহমদ, কুশিয়ারা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফারুক আহমদ মিছবাহ, কুশিয়ারা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি নেহার রঞ্জন দাস, বাদেপাশা ইউনিয়ন যুবলীগ সভাপতি আলীম উদ্দিন বাবলু, বাদেপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলীম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী এনাম আহমদ হারুন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক লুৎফুর রহমান, ইউপি সদস্য এনামুল কবির, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পিযুশ দেব প্রমুখ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..