সাংবাদিকদের মারপিটের ঘটনায় প্রকৌশলী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

সাংবাদিকদের মারপিটের ঘটনায় প্রকৌশলী গ্রেপ্তার

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিরাজগঞ্জে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৫ সাংবাদিকের ওপর ঠিকাদার প্রতিষ্ঠানের সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনায় প্রকৌশলী আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম অভিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, গত বুধবার বিকেলে বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস বাদী হয়ে প্রকৌশলী আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। পরে এই ঘটনার সাথে জড়িত থাকার কারণে ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলামকে আটক করা হয়।

Manual1 Ad Code

বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটককৃত আসামি প্রকৌশলী আমিনুল ইসলামকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

প্রসঙ্গত, গত বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার খামার পাইকোশা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন একটি পাকা রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পেয়ে এনটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, এসএ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী, বাংলানিউজের ২৪ ডট কমের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, ডেইলী ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি এইচ এম মোকাদ্দেস ঘটনাস্থলে পৌঁছে ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন।

Manual8 Ad Code

এ সময় ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম ও ইউপি সদস্যের ভাই, ছেলেসহ সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায়।

Manual5 Ad Code

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আহত সাংবাদিকরা সিরাজগঞ্জ ২৫০ বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..