সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে নৌ-পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ প্রায় ৮৪ হাজার টাকা মুল্যের ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ছাতক পৌরসভা এলাকা থেকে এসব বিড়ি উদ্ধার করা হয়।
ছাতক নৌ-পুলিশ ফাঁড়ি সুুত্রে জানা যায়, নায়েক ডালিম উদ্দিন, কনস্টেবল তপন কুমার সিনহা ও জাহাঙ্গীর আলম বুধবার ভোর রাতে শহরের পুরাতন কাষ্টম রোডস্থ কার্গো ঘাটের পূর্ব পাশের খালি জায়গা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩ টি বস্তা ভর্তী ২৮ হাজার শলাকা নাসির বিড়ি উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৮৪ হাজার হাজার টাকা। দুপুরে ছাতক থানায় সাধারন ডায়েরী নং-(৯৬০) ২০২০ ইং দায়ের করে উদ্ধাকৃত বিড়ি থানা মালখানায় জমা রাখা হয়।
এ বিষয়ে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd