সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : রাস্তার কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সিরাজগঞ্জে পাঁচ সাংবাদিককে মারধর করে আহত করেছে ঠিকাদারের সন্ত্রাসী বাহিনী। তাদের উদ্ধার করতে গিয়ে ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার খামার পাইকোশা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন- এনটিভি প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, এসএ টিভির রহমত আলী, বাংলানিউজের স্বপন চন্দ্র দাস, ডেইলি ইন্ডিপেন্ডেন্টের নজরুল ইসলাম ও যায়যায়দিন পত্রিকার মোকাদ্দেস আলী।
আহত সাংবাদিক মোকাদ্দেস আলী জানান, সদর উপজেলার খামার পাইকোশা একটি রাস্তা নির্মাণ কাজ চলছিল। রাস্তাটি নির্মাণকাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলে এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করছিলাম আমরা। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলামের নির্দেশে ও স্থানীয় ইউপি সদস্য হাফিজুলের ভাই ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের ওপর হামলা চালায়।
এ সময় তারা লাঠিসোটা, বেলচা দিয়ে বেধড়ক মারধর করে পাঁচ সাংবাদিককে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ জানান, সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ ঘটনায় সাংবাদিক স্বপন চন্দ্র দাস বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd