সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রগতি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি সহ সকল শিক্ষকরা বিদ্যালয় ছুটি দিয়ে কিছু শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছেন। ফলে আজ বুধবার বিদ্যালয়ে কোন শ্রেণীর ক্লাস হয়নি। স্কুল বন্ধ থাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের ৩৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ১২১ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষকরা এ শিক্ষা সফরে চলে যান। স্থানীয় অভিভাবকরা জানান, শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাওয়া ভাল। কিন্তু কিছু শিক্ষার্থীর কারনে শিক্ষকরা স্কুল ছুটি দিয়ে ক্লাস করা বন্ধ রাখবেন এটা গ্রহণযোগ্য হতে পারেনা।
এ ব্যাপারে প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের নিয়ে সিলেট ক্রিকেট স্টেডিয়াম, হরিপুর গ্যাস ফিল্ড ও জাফলং সফর করেছেন।
স্কুল বন্ধ করে শিক্ষা সফর আইনগত বৈধ আছে কিনা জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল ফোনে বার বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।
এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত নির্বার্হী কর্মকর্তা কামরুজ্জামান বলেছেন, স্কুল বন্ধ রেখে যাওয়া সঠিক হয়নি। যে কোন ছুটির দিনে যাওয়া উচিৎ ছিল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd