সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
সিলেট :: সিলেট জেলা জর্জকোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধের বীর সেনানী ছিলেন জেনারেল ওসমানী। রণাঙ্গণে তাঁর যোগ্য নেতৃত্ব ও দৃঢ় মনোবল দেশকে শত্রুমুক্ত করে বিজয়কে ত্বরাান্বিত করেছিল। ওসমানীর অবদান বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে স্বরণ করবে।
মহান মুক্তিযোদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম এ ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে নগরীর তালতলাস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। এর আগে একটি শোকসভা বের করার হয়।
সভায় বক্তারা জাতীয়ভাবে বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানান। এছাড়া ওসমানীকে জাতীয় বীর হিসেবে ঘোষণার দাবি জানান তারা।
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি আলহাজ¦ ডা. এম.এ. রকিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টসের ডিজিএম জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার।
অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান ও অ্যাডভোকেট সুদীপ বৈদ্যের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, বিএমবিএফ সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সম্মিলিত নাগরিক পরিষদ সিলেটের সভাপতি মো. বেলাল উদ্দিন সিনিয়র সাংবাদিক এম এ মতিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত বর্মণ, সনাপ’র সাধারণ সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, দিরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, মুক্তার হোসেন মেম্বার, ডা. কানু লাল সেনাপতি, মামুন চৌধুরী, আব্দুর রহিম তালুকদার প্রমুখ। সভায় বঙ্গবীর ওসমানীর আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাওলানা মোতাহির আলী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd