‘একজন আবিদের গল্প’

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

‘একজন আবিদের গল্প’

Manual4 Ad Code

সিলেটসহ দেশ-বিদেশের দর্শকের মন জয় করা সিলেটী ভাষার সিরিজ নাটক ‘একজন আবিদের গল্প’-এর পুরো ১০ পর্ব এখন পাওয়া যাচ্ছে একসঙ্গে। পর্বগুলো দর্শক দেখতে পারবেন Green Bangla ইউটিউব চ্যানেলে। (১০ পর্বের ভিডিও লিংক : https://www.youtube.com/playlist… )

‘একজন আবিদের গল্প’র নির্মাতা ও Green Bangla-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনপ্রিয় অভিনেতা বেলাল আহমদ মুরাদ দৈনিক সিলহট-কে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জানান, আমার প্রতিটি নাটকেই সমাজের প্রতি একেকটি শিক্ষামূলক ম্যাসেজ থাকে। ‘একজন আবিদের গল্প’ নাটকেও আমাদের সমাজের তরুণদের প্রতি বিশেষ একটি বার্তা আছে।
সেটি হচ্ছে- আমাদের সমাজের যুবক বা তরুণরা কথিত ‘চক্ষুলজ্জা’র কারণে ছোট বা সমাজের চোখে ‘নিম্নমান’র কাজ করতে চান না। আমাদের সমাজব্যবস্থাই এর জন্য দায়ী। তিনি বলেন, কাজ তো কাজই। হালাল প্রত্যেকটি কাজই তার নিজ অবস্থানে মহিয়ান। ছোট ছোট কাজ করেও যে নিজেকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া যায়- এটাই এই নাটকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি।

Manual8 Ad Code

‘একজন আবিদের গল্প’ নাটকে যারা অভিনয় করে দর্শকদের মন জুড়িয়েছেন তারা হচ্ছেন- অভিনেতা মিজানুর রহমান শামিম, শাহ ফাহিম মাহমুদ, বিপ্লব এষ, মিনহাজ ফয়সল, ডা. আলম শিকদার, আবিদুল ইসলাম রিমন, ইমরান খান, আলি আহমেদ মাজেদ, আকবর হোসেন ভুইয়া, ফাতির আহমেদ, লিমন এষ, মাসুম ও এনামুল হক মিফতা।

Manual5 Ad Code

উল্লেখ্য, ২০০৭ সালে বৈশাখী টেলিভিশনে পদ্ম কুড়ি তারকা নির্বাচিত হন সিলেটের বেলাল আহমদ মুরাদ। এর মাধ্যমেই মূলত মিডিয়া অঙ্গনে সিলেটের মুরাদ হয়ে উঠেন আঞ্চলিক নাটকের সবচেয়ে জনপ্রিয় ‘অভিনেতা’ বেলাল আহমেদ মুরাদ।
খুব অল্প সময়ের মধ্যেই সিলেটী কমেডির জনপ্রিয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন তার স্বচ্ছন্দ অভিনয় নৈপুন্যের দ্বারা। তার তৈরি নাটকগুলোতে তিনি সমাজের বাস্তবতা ও ভুলগুলো তুলে ধরার চেষ্টা করেন।
তরুণ এই অভিনেতা সিলেটের কলাপাড়া ঘাসিটুলা এলাকার বাসিন্দা। তাঁর পিতা মো. মুক্তার আহমেদ। মাতা মোছা. বিলকিস বেগম। চার ভাইয়ের মধ্যে তিনি বড়।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..