সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট শহরতলী থেকে গ্রেফতার হওয়া গণধর্ষণ মামলার দুই আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়। বুধবার রাত আড়াইটার দিকে জালালাবাদ থানার গালিমশাহ ও ভগতিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃতরা হলো- গালিমশাহ গ্রামের মাসুক মিয়ার ছেলে আবদুল কাদির বাদশাহ (২৫) ও ভগতিপুর গ্রামের মৃত মতলিব আলীর ছেলে মুহিবুর রহমান (৩০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, গত ৪ ফেব্রুয়ারি রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে খসরপুর গ্রামের একটি মাঠে গণধর্ষনের শিকার হন এক তরুণী।
এ ঘটনায় গত বুধবার ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ধর্ষিতার বাবা। পরে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেফতার করে।
বাকি আসামীদেরও গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd