সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ভালবাসা দিবসে নীল বিডি ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত নাটক ‘ঘুম নাই সমিতি’রিলিজ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় জুটি রাসেল হামিদ (কাট্টুস আলী) ও তারানা রিয়া আপনারা যাদের কাট্টুশ আলী ও কইলজারুন নামে জানেন।
এই নাটকে আরো অভিনয় করেছেন তেরা মিয়া (ফারক খান কয়েছ), জেড ইসলাম (কবি আলাউদ্দিন), এন্নি শোভা, জাতির ফুজি কাবেরী রায় পিংকি সহ আরো অনেকে
‘ঘুম নাই সমিতি’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাসেল হামিদ।
নোভা ভিশনের কারিগরী সহযোগিতায় সুমন রায়ের রূপসজ্জায় নাটকটি চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন নুরুল ইসলাম, লাইটে কাজ করেছেন সানী রহমান ও বদরুল আলম। আরো কাজ করেছেন রুহেল আহমদ, আমির আলী, ছায়েদ, লিটন, আলীরাজু প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd