সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে সীমান্ত পাড়ি দেওয়ার সময় দুর্ঘটনায় এনামুল এহসান জায়গীরদার ফয়ছল (৩০) নামের এক যুবক মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত যুবক সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুর গ্রামের মুশহুদ আহমদ জায়গীদারের ছেলে। নিহতের ভাই রুজেল আহমদ তার ভায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মরহুমের সফর সঙ্গী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের লাশ তুর্কি-গ্রীসের কোন এক সীমান্তে রাস্তার পাশে পড়ে থাকার ছবি দেখে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
তবে তার লাশ এখনো পাওয়া যায়নি। এব্যাপারে সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য যে, নিহত ফয়সল প্রায় তিন মাস আগে তুরস্কে যান। সেখান থেকে দালালদের প্ররোচনায় সাম্প্রতিক গ্রীস যাওয়ার পথে জঙ্গল পাড়ি দিয়ে গিয়ে প্রচন্ড ঠান্ডায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd