সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন দেশের সাংবাদিক নেতারা। আগামী ১৫ মার্চ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং এই হত্যার বিচার চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে সংগঠনটি আয়োজিত সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
উপস্থিত সবার হয়ে কর্মসূচির ঘোষণা দিয়ে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, তাদের হত্যার পরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক মহলসহ দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করব। কিন্তু দিন, মাস তো গেলোই, বছরের পর বছর যাচ্ছে এখনও এই হত্যার রহস্য উদঘাটন হয়নি। কোর্টে তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করতে পারেননি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd