সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার কোতোয়ালি থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির এসআই শাহিন কাদিরের সাহসিকতায় মহাসড়কে ধরা পড়েছে এক ডাকাত।
বৃহস্পতিবার রাতে একটি ফোর্স নিয়ে প্রাইভেটকারে করে চান্দিনায় আসছিলেন তিনি। পথে মহাসড়কের চান্দিনায় গোবিন্দপুর এলাকায় একটি দাঁড়ানো পিকআপের যাত্রীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করছিলেন কয়েকজন ডাকাত। সে সময় ঘটনাটি শাহিন কাদিরের নজরে আসে।
তৎক্ষণাৎ প্রাইভেটকার থামিয়ে ছুরি হাতে থাকা এক ডাকাতকে জাপটে ধরেন শাহিন কাদির। একজনকে ধরতেই আরো দুই ডাকাত দৌঁড়ে পালিয়ে যান।
ডাকাতদের ছুরিকাঘাতে আহত ফয়সাল জানান, পদুয়ার বাজার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তিনি ও তার দুলাভাই তোফাজ্জল একটি পিকআপে উঠেন। পথে গাড়ি থামিয়ে তাদেরকে ছুরিকাঘাত করে নগদ টাকা, মোবাইলফোন লুটে নিয়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছিল গাড়িচালক, সহযোগী চালক ও হেলপাররূপী তিন ডাকাত।
এ সময় ডাকাত সুজনকে ধরে চান্দিনা থানা-পুলিশকে খবর দেন শাহিন কাদির। ডাকাত সুজনের দেয়া তথ্য অনুযায়ী এক ঘণ্টার মধ্যে গোবিন্দুপর গ্রাম থেকে অপর ডাকাত রুবেলকে আটক করে চান্দিনা থানা-পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd