সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের সালুটিকর পুলিশের অভিযানে আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের সালুটিকর বাজার এলাকা থেকে আঙ্গুর মিয়া নামের কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারী (সোমবার) সকাল সাড়ে ৮ টার দিকে ;আম্বর খনা – ভোলাগঞ্জ মহাসড়কে সালুটিকর বাজার এলাকায় ; অভিযান পরিচালনা করেন ;সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কান্ত নাথ।
এস আই খালেদ মিয়া ও এএসআই মহিউদ্দিনসহ প্রায় ডজনখানেক পুলিশ টীমের সহায়তায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আঙ্গুর মিয়াকে ১০২ বোতল ভারতীয় অফিসার চয়েসসহ গ্রফতার করতে সক্ষম হন। অপর দিকে ওই মাদকের সঙ্গে সম্পৃক্ত আরো ২/৩ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন সিলেটের মান্যবর পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাটে থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সালুটিকর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক দ্রব্যসহ আঙ্গুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd