সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : জর্ডানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ১৩ বছর বয়সি হাফেজ হোসাইন আহমদ। প্রতিযোগিতাটি দেশটির রাজধানী আম্মানে আরবি শাওয়াল মাসে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ৭০টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে প্রতিনিধি বাছাই পর্বের পরীক্ষায় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে হাফেজ হোসাইন আহমদ জর্ডান যাওয়ার টিকিট লাভ করে।
যাত্রাবাড়ীর কাজলা সাইনবোর্ড এলাকায় শায়েখ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হোসাইন আহমদ। জর্ডানে তার সাথে প্রশিক্ষক হিসেবে শায়েখ নেছার আহমাদ আন নাছিরীও যাবেন।
হাফেজ হোসাইন আহমদের বাবা মুখলেসুর রহমান একজন মাদরাসার শিক্ষক। তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাটে। এর আগে কিশোর এই হাফেজ সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে মূলপর্বে স্থান করে ব্যাপক প্রশংসা অর্জন করে।
একাধিকবার আন্তর্জাতিক সনদপ্রাপ্ত বিশ্বসেরা শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকি ২০১৯ সালে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬২ দেশের প্রতিনিধিকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন।
এর আগের বছর (২০১৮) এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন হাফেজ গাজী আবদুল্লাহ। হাফেজ গাজী আবদুল্লাহও এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন।
মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী বাংলাদেশী প্রতিনিধি হাফেজ হোসাইন আহমদের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd