সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের টিলাগড়ে ছাত্রলীগকর্মী অভিষেক দে দ্বীপ (১৮) হত্যায় আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহতের বাবা দীপক দে বাদী হয়ে নগরের শাহপরান থানায় এই মামলা দায়ের করেন।
মামলায় আটক ছাত্রলীগকর্মী সৈকতকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন/চারজনকে আসামি করা হয়েছে।
মহানগরের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত শুক্রবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। নিহতের সৎকারের আনুষ্ঠানিকতা সম্পন্নের কারণে মামলা দায়েরে বিলম্ব হয়।
এরআগে সিলেট নগরীর টিলাগড় এলাকায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিবাদে জড়িয়ে ছাত্রলীগ কর্মী সৈকত রায় সমুদ্রের নেতৃত্বে একদল যুবকের হামলায় অভিষেক দে দ্বীপ নামের ছাত্রলীগ কর্মী নিহত হন। নিহত দ্বীপ গ্রিনহিল স্টেট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে হামলায় নেতৃত্বদানকারী সৈকত রায় সমুদ্র সিলেট সরকারি কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী। এছাড়া নিহত দ্বীপ ও অভিযুক্ত সমুদ্র দুজনই আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকার গ্রুপের অনুসারী বলেও জানা গেছে। পুলিশ জানিয়েছে, সদ্য সমাপ্ত সরস্বতী পূজায় কথা কাটাকাটির জের ধরে এই হতাহতের ঘটনা ঘটেছে।
ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের আটকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd