ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্রী তানিয়া বাঁচতে চায়

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্রী তানিয়া বাঁচতে চায়

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ইডেন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মেধাবী শিক্ষার্থী তানিয়া তালুকদার (২৫)। ছোটবেলায় মা হারিয়ে বাবার কাছে বড় হয়েছেন, স্বপ্ন দেখছেন লেখাপড়া শেষে চাকরি করে দরিদ্র পরিবারে সচ্ছলতা আনবেন। বাবার মুখে হাসি ফোটাবেন- এই সাধারণ স্বপ্নই দেখতেন। সেজন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)সহ বিভিন্ন চাকরির জন্য প্রস্ততিও নিচ্ছেন। হঠাৎ সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন।

এখন বেঁচে থাকতে পারাটাই যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে! তিনি দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। কিন্তু অর্থাভাবে আটকে আছে তার চিকিৎসা।

Manual2 Ad Code

বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের আঃ রব তালুকদার এবং মা হোসনেয়ারা বেগমের মেয়ে মেধাবী ছাত্রী তানিয়া তালুকদার ।

তানিয়ার পারিবারিক সূত্র জানায়, ১০বছর বয়সেই মা’কে হারায় সে। তবে অনেক প্রতিকূলতা পাড়ি দিয়ে সংসারের টানাপোড়েন উপেক্ষা করে ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স শেষ করে বিসিএস কোচিংয়য়ের প্রস্তুতি নিচ্ছিল। তবে গত ৭ দিন আগে (২৭ জানুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, এরপর ডাক্তার দেখাতে গিয়ে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে তার ব্লাড ক্যান্সার।

Manual6 Ad Code

ডাক্তাররা জানায়, দ্রুত ভারতে নিয়ে চিকিৎসা করালে সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে তানিয়ার। এ জন্য তার প্রয়োজন প্রায় ৩০-৩৫লাখ টাকা। তাহলেই বেঁচে যেতে পারেন। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসা করার সক্ষমতা নেই তার পরিবারের। ফলে এই সাধারণ পরিবারটির পক্ষে আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই মা হারা মেয়েকে বাঁচাতে সরকারসহ বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন বাবা।

তানিয়ার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা-

Manual1 Ad Code

তানিয়ার জন্য আমরা
Taniar Janno Amra
A/C- 020112200007359
First Security Islami Bank
Barguna Branch.

Manual2 Ad Code

বিকাশ, নগদ এবং রকেট – 01315455512
বিকাশ+8801783-961332 (তানিয়ার পারসোনাল নাম্বার)

(বি.দ্র : যারা সাহায্য পাঠাবেন তারা রেফারেন্সে তানিয়ার নাম উল্লেখ করে দিবেন।)

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..