সিলেটে লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় আটক ১

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

সিলেটে লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় আটক ১

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন কন্দিয়ারচর এলাকায় এক লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তবে টাকা নিয়ে পালিয়ে গেছে সিএনজি অটোরিকশা চালকের বেশে থাকা আরেক ছিনতাইকারী। রোববার (২ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম আলকাছ খা (৩৫)। সে নগরীর কোতোয়ালী থানার কুমারপাড়া ঝর্ণারপাড় এলাকার আব্দুল জলিলের ছেলে। তার সাথে ছিনতাইয়ের সহযোগীর নাম আব্দুর রহমান (৩৫)। সে নগরীর সোনাতলা এলাকায় পাতা মিয়ার কলোনির বাসিন্দা।

Manual5 Ad Code

পুলিশ জানায়, মোগলাবাজারের মাহমুদাবাদ গ্রামের রিপন মিয়া (২৫) পেশায় ট্রাকচালক। তিনি ট্রাক চালিয়ে মালিকের চারদিনের জমানো এক লাখ টাকা সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি রোববার রাত ২টার দিকে ক্বিনব্রিজের দক্ষিণ পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। রাত ২টা ৪০ মিনিটের দিকে একজন যাত্রীসহ একটি সিএনজি অটোরিকশা এলে তিনি সেটিতে ওঠেন। মোগলাবাজারের কন্দিয়ারচর এলাকায় পৌঁছার পর অটোরিকশা থামিয়ে দেন চালক আব্দুর রহমান। এরপর পেছনে থাকা যাত্রীবেশী ছিনতাইকারী আলকাছ খা ও আব্দুর রহমান মিলে ছুরির ভয় দেখিয়ে সাথে যা আছে সব দিয়ে দিতে বলে রিপনকে। এতে রাজি না হলে রিপনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন আলকাছ। এতে জখম হন রিপন। এ সময় ছিনতাইকারীরা তার পকেটে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে অটোরিকশাযোগে সিলেট শহরের দিকে যেতে থাকে।

পুলিশ আরও জানায়, এই ছিনতাইয়ের ঘটনা প্রত্যক্ষ করেন আরেক সিএনজি অটোরিকশা চালক মো. রাজা মিয়া (৩৪)। তখন রাজা মিয়া নিজের অটোরিকশা নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। মোগলাবাজারের খালোমুখ বাজারের কাছে থানার টহল দলের এসআই কামাল হোসেন অটোরিকশার পালিয়ে যাওয়া ও পেছনের আরেকটি অটোরিকশা থেকে ডাকাত ডাকাত চিৎকার শুনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছাহাবুল ইসলামসহ অন্যরা ছিনতাইকারীদের অটোরিকশাকে ধাওয়া দেন।

Manual8 Ad Code

একপর্যায়ে মোগলাবাজারের সোনারগা আবাসিক এলাকার কাছে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে অটোরিকশা ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। ওই সময় আলকাছ খাকে আটক করে পুলিশ। তবে টাকা নিয়ে পালিয়ে যায় আব্দুর রহমান। ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশার নম্বর হলো সিলেট-থ-১২-২২৯৫।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন।

Manual8 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা হয়েছে। মামলা নং-০২ তারিখ-০৩/০২/২০২০ খ্রিঃ ধারা-৩৯৪। পলাতক ছিনতাইকারী সিএনজি চালককে গ্রেফতার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের জোর প্রচেষ্টা চেষ্টা অব্যাহত আছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..