সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে পানির বাঁধ কেটে ২১ টি কোয়ারী সম্পূর্ণ ডুবিয়ে দেয়া হয়।
এছাড়াও ৩১ টি লিস্টার মেশিন ও ৭ হাজার ফুট পাইপ ও পাথর উত্তোলনে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদিসহ ৭ কোটি ৮০ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কালাইরাগ এলাকায় পুলিশ ও বিজিবি নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বলেন, পরিবেশ রক্ষায় পাথর খেকো চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে আমাদের জেলা প্রশাসকের নির্দেশ ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, স্থায়ীভাবে পাথর উত্তোলন বন্ধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। কারণ সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এটি একেবারে বন্ধ করা সম্ভব হবে না। বিশেষ করে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসতে হবে। দেখা যায় কেউ কেউ হাইকোর্ট থেকে আদেশ এনে পাথর তুলছেন। এককথায় যে যেভাবে পারছেন পাথর উত্তোলন করছেন। তবে আমরা আশাকরি সবাই মিলে চেষ্টা করলে এ সমস্যার সমাধান দ্রুত হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd