সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ক্লিন ফেঞ্চুগঞ্জ গ্রীন ফেঞ্চুগঞ্জ স্লোগানে উজ্জিবিত ফেঞ্চুগঞ্জের একদল উদ্যোগী তরুণদের উদ্যোগে প্রতিষ্টিত ক্লিন ফেঞ্চুগঞ্জের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর তীর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার(১ ফেব্রুয়ারি) পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ভোধন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম। নিজ হাতে পরিস্কার কার্যক্রমের উদ্ভোধন করে পরিস্কার পরিচ্ছন্নতায় সচেতনতা বৃদ্ধিতে ফেঞ্চুগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করেন।
ক্লিন ফেঞ্চুগঞ্জের এই কার্যক্রমের সাথে এসে একাত্মতা পোষণ করেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান,ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল।
ক্লিন ফেঞ্চুগঞ্জের কার্যক্রমের বিষয়ে এর এডমিন প্যানেলের অন্যতম সদস্য সাংবাদিক ফরিদ উদ্দিন বলেন, ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ফেলে দেওয়া বর্জ নদী ও পরিবেশন দূষণ করছে। এই উদ্যোগের ফলে একটু হলে ও নদী ও পরিবেশ দূষনের হাত থেকে রক্ষা পাবে।
এডমিন প্যানেলের অন্যতম আরেক সদস্য নাইমুল ইসলাম বলেন, ক্লিন ফেঞ্চুগঞ্জ গ্রীন ফেঞ্চুগঞ্জ গড়তে আমাদের এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
এই সময় উপস্থিত ছিলেন ক্লিন ফেঞ্চুগঞ্জের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক ফরিদ উদ্দিন, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,সাংবাদিক আসিফ ইকবাল ইরন, আশরাফুল ইসলাম লিমন,আব্দুস সালাম, ওয়াহিদুল ইসলাম তফাদার,জুবেল আহমদ,আহসানুল হাবিব প্রমুখ।
পরিচ্ছন্নতা অভিযান শেষে নদী তীরে পরিচ্ছন্ন জায়গায় ফুলের গাছ রোপন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd