সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট ও সুনামগঞ্জে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে এ ভূমিকম্পন অনুভূত হয়।
ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্য। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ভূমিকম্পে জনমনে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাইরে বের হয়ে আসেন। সূত্র জানায়, ভূকম্পন শুরু হওয়ার সাথে সাথে নগরীর জিন্দাবাজারে বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। মার্কেটের ক্রেতারাও এ সময় ছোটাছুটি শুরু করেন।
এ ছাড়া সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকেও একই ধরনের ভূকম্পনের খবর পাওয়া গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd