সুনামগঞ্জে দুই চোরাকারবারী আটক

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

সুনামগঞ্জে দুই চোরাকারবারী আটক

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: আমদানি নিষিদ্ধ বিপুল পটরিমাণ ভারতীয় বিড়ির চালান সহ সুনামগঞ্জে দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মোহাম্মদ আলী ও একই গ্রামের আবদুর রশীদের ছেলে দেলোয়ার হোসেন। রবিবার আটককৃতদের আদালত জেলা কারাগারে পাঠিয়েছেন।

Manual3 Ad Code

রবিবার ২৮- বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, ব্যাটালিয়নের সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবি টহল দল শনিবার রাতে বিওপি সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও দেলোয়ার হোসেন নামে ওই দুই চোরাকারবারীকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান সহ আটক করেন।

এরপর বিজিবি টহলদল তাদের হেফাজত হতে ১৫ হাজার শলাকা নামির বিড়ি ৬ হাজার ৯’শ শলাকা জীবন বিড়ি ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করেন।,

Manual6 Ad Code

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, আটক চোরাকারবারীদের বিরুদ্ধে শনিবার রাতেই বিজিবির পক্ষ হতে মামলা দায়ের করা হয়।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..