সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বলেছেন, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ও সুনাম রক্ষায় প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়। প্রবাসে থেকেও দেশপ্রেম বুকে লালন করে দেশীয় সংস্কৃতি বিকাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসীরা।
এ সকল রেমিট্যান্স যোদ্ধাদের জাতী শ্রদ্ধাভরে স্বরণ রাখবে। মালয়েশিয়া সফররত শাহজাহান সেলিম বুলবুল গত শনিবার মালয়েশিয়া জহুর বারো বাতুপাহাত, সান সিউ লিজার কনফারেন্স হলে টেন ষ্টার প্রবাসী কল্যাণ সমিতি সিলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের মোঃ আব্দুল হকের সভাপতিত্বে ও মোঃ রুবেল আহমদ বিজয় এবং সাব্বির আহমেদের যৌথ পরিচালনায়, বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক রাজ, আলী হোসেন , সফির আহমদ, ডালিম আহমদ, আলমগীর হোসেন, দেলওয়ার হোসেন, সৈয়দ জাকারিয়া, সুলতান মনসুর প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন মোঃ তৈয়্যিবুর রহমান। এ সময় সংবর্ধিত অতিথি শাহজাহান সেলিম বুলবুলকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd