জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতা সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) অনিল কৃষ্ণ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা জাফরীন রোজী।

Manual5 Ad Code

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মো: সোলায়মান হোসেন, জৈন্তিয়া ১৭পরগনা সালিমস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জাফলং ট্যুারিষ্ট পুলিশের ওসি মো: রতন শেখ।

Manual2 Ad Code

প্রধান অতিথি‘র বক্তব্যে জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার বলেন, তরুন প্রজন্মের ছেলে-মেয়েদের সুপ্ত-প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হলে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। দেশের একজন সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি ছাত্র/ছাত্রীদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক সুস্থ্যতা ও মন ভালো থাকে।

Manual2 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামণীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, পূর্বরাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি দেলওয়ার আহমদ মাসুক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, তপন কান্তি দেব, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ তফজ্জুল হোসেন.শ্রাবনী দাস সুইটি, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নূরুল ইসলাম ও সাংবাদিক সোহেল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ চৌধুরী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..