সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
ধামইরহাট প্রতিনিধি :: নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় সাংবাদিকসহ ২ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম এ মালেক ও উপজেলার ক্যান্টিনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম। আহতদের মধ্যে গুরুত্বর নজরুল ইসলামকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেসে পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ধানবাহী ট্রাকটি আটক করে থানা পুলিশের হেফাজতে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২২ জানুয়ারী বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলার কাঁচা বাজার এলাকায় সড়কের পাশে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মালেক ও নজরুল। এসময় শল্পী বাজারের বটতলী থেকে ধান বোঝাই দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৫০২) টাঙ্গাইলের কালিহাতির উদ্দেশ্যে যাত্রাকালে রাস্তার পাশের্^ দাড়ানো মালেক ও নজরুলকে ধাক্কা দেয়। এতে হোটেল ব্যবসায়ী নজরুল ইসলামের ডান পা থেতলে যায় ও কোমরের হাড়গোড় ভেঙ্গে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামইরহাট হাসপাতালে নিলে গেলে নজরুল ইসলামের অবস্থা আসংঙ্খ্যা জনক দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন। সাংবাদিক এম এ মালেক হাত ও পায়ে আঘাত পেয়ে আহত হয়েছেন। তিনিও রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর পুলিশ ট্রাকের চালক সাজু রহমানকে ট্রাকসহ আটক করেছে। চালক সাজু মহাদেবপুর উপজেলার মাদিশহর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd